অভিনয় জগতে এমএনইউ রাজু নিজের প্রতিভা বারবার প্রমাণ করেছেন। তার অভিনীত চরিত্রগুলো জীবন্ত হয়ে ওঠে, যা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলে। সম্প্রতি, 'দেনা পাওনা' নামক ধারাবাহিকে অভিনয় করে রাজু আবারও দর্শকদের মুগ্ধ করেছেন। নাটকটিতে হোসেন চরিত্রে অভিনয় করছেন তিনি, যা ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।
রাজু বলেন, ‘‘‘দেনা পাওনা’ নাটক নিয়ে বেশ সাড়া পাচ্ছি। অন্যান্য কাজেও সাড়া পাওয়া যায়, তবে যখন চরিত্রের নাম ধরে আমাকে রাস্তায় ডাকতে শুনি, তখন বুঝতে পারি দর্শকরা চরিত্রটি ইতিবাচকভাবে গ্রহণ করেছে। ভিউয়ের মাধ্যমে ফিডব্যাক বোঝা কঠিন, কিন্তু যখন মানুষ চরিত্রের নাম ধরে ডাকেন, তখন বুঝি সেটা হিট। যেমন আগে ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ মোজাম্মেল চরিত্রে যখন সবাই ডাকত, তখন বুঝতে পারতাম চরিত্রটি জনপ্রিয়।’’
তিনি আরও বলেন, ‘‘‘দেনা পাওনা’ নাটকে হোসেন চরিত্রের জন্য যে সাড়া পাচ্ছি, তাতে কাজ করার আগ্রহ আরও বেড়ে গেছে। দর্শকের প্রতি দায়বদ্ধতা বেড়ে গেছে। আশা করি, নাটকটি ভবিষ্যতেও দর্শকদের ভালো লাগবে, কারণ শুধু চরিত্র নয়, নাটকের গল্পও অসাধারণ।’’
‘দেনা পাওনা’ নাটকের গল্প একটি পরিবারকে কেন্দ্র করে, যা লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। নাটকে আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এবি রোকন, তানজিম হাসান অনিক, তাবাসসুম ছোঁয়া সহ আরও অনেকে।
রাজু তার অভিনয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে দর্শকদের মনে স্থান করে নিয়েছেন। ‘গ্র্যাজুয়েট’-এ আবুল চরিত্র এবং ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর মোজাম্মেল চরিত্রের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তার অভিনীত নাটকগুলোর মধ্যে ‘আইসিইউ’ ও ‘রেশমি চুড়ি’ উল্লেখযোগ্য। নাটক, সিনেমা সব মাধ্যমেই তিনি নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করেছেন।